বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত গণমাধ্যমে অপসাংবাদিকতা, এর প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সচিব জনাব আব্দুস সবুর এবং সুপারিনটেনডেন্ট মোঃ সাখাওয়াত হোসেন।
কর্মশালায় চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম অংশগ্রহণকারী সাংবাদিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের জন্য যথাযথ আচরণবিধি মেনে ও দায়িত্বশীলতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার ওপর গুরুত্বারোপ করেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি বিনয়ের সঙ্গে প্রদান করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এ সময় সনদ গ্রহণ করেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (FBJO)-এর মহাসচিব, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শামছুল আলম এবং আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান।