চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল তাকে হেফাজতে নেয় বলে জানা গেছে। তবে এ বিষয়ে সিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
সাইফুলের ভাই, ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধা মো. শাহীন অভিযোগ করে বলেন, চিকিৎসার উদ্দেশ্যে তার ভাই ঢাকায় অবস্থান করছিলেন। এ সময় নিজেদের ডিবি সদস্য পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে যান।
তিনি আরও দাবি করেন, ঘটনার পর তারা চট্টগ্রাম পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও কেউ আটকের বিষয়টি নিশ্চিত করেননি। এতে পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
এ ঘটনায় সাইফুলকে কোন মামলায়, কী অভিযোগে এবং কোন সংস্থার মাধ্যমে আটক করা হয়েছে—সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
