চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অধীন পাহাড়তলী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন জসিম উদ্দিন। অন্যদিকে, বর্তমান ওসি বাবুল আজাদকে বদলি করা হয়েছে নগরীর ডবলমুরিং থানায়।
সিএমপি সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে। সদ্য যোগদানকারী ওসি জসিম উদ্দিন এর আগেও চট্টগ্রামের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন দক্ষতার সঙ্গে। আইন-শৃঙ্খলা রক্ষায় তার দক্ষতা ও দায়িত্বশীলতা পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ে প্রশংসিত হয়েছে।
পাহাড়তলী থানার দায়িত্ব পাওয়ার পর ওসি জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত ও জনগণের আস্থা অর্জনই হবে আমার প্রধান অগ্রাধিকার।
অন্যদিকে ডবলমুরিং থানায় দায়িত্ব পাওয়া ওসি বাবুল আজাদ বলেন, নতুন জায়গায় কাজ করতে পারা এক ধরনের চ্যালেঞ্জ। আমি চেষ্টা করব জনগণের সঙ্গে মিলে আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে।
সিএমপির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষসহ স্থানীয় সুশীল সমাজ। নতুন দায়িত্ব পাওয়া দুই কর্মকর্তার প্রতি তারা দায়িত্বশীল, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত পুলিশিংয়ের প্রত্যাশা জানিয়েছেন।