১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন বরেণ্য কৌতুক অভিনেতা দিলদার। শিক্ষাজীবনে এসএসসি পাস করার পর তিনি আনুষ্ঠানিক পড়াশোনার ইতি টানেন। তবে অভিনয়ের প্রতি গভীর অনুরাগ থেকেই দেশ স্বাধীনের এক বছর পর তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন।
অমল বোস পরিচালিত ‘কেন এমন হয়’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে দিলদারের। প্রথম চলচ্চিত্রেই অভিনয় গুণে দর্শক ও নির্মাতাদের নজর কাড়েন তিনি।
এরপর একে একে বহু চলচ্চিত্রে অভিনয় করে কৌতুক চরিত্রে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেন। উপহার দেন একের পর এক সুপারহিট সিনেমা—যেমন: বেদের মেয়ে জোসনা, বিক্ষোভ, অন্তরে অন্তরে, কন্যাদান, চাওয়া থেকে পাওয়া, শুধু তুমি, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, অজান্তে, প্রিয়জন, প্রাণের চেয়ে প্রিয়, এই ঘর এই সংসার, বিচার হবে এবং স্বপ্নের পৃথিবী।
জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীন ‘আব্দুল্লাহ’ সিনেমায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন দিলদার, যেখানে তার বিপরীতে ছিলেন চিত্রনায়িকা নূতন। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেও দর্শক হৃদয়ে জায়গা করে নেয় সিনেমাটি এবং ব্যবসায়িক সাফল্যও পায়।
২০০৩ সালের ১৩ জুলাই, আজকের এই দিনে, না ফেরার দেশে চলে যান বাংলা সিনেমার কৌতুক সম্রাট দিলদার। তার মৃত্যুর পর ঢাকাই চলচ্চিত্রে আর কোনো অভিনয়শিল্পী তেমনভাবে কৌতুক চরিত্রে তার জায়গা পূরণ করতে পারেননি। তাই নির্মাতা ও দর্শকের মনে আজও তিনি অমলিন।
উল্লেখ্য, ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘তুমি শুধু আমার’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।