যদিও শাকিব খান ও শবনম বুবলী প্রকাশ্যে জানিয়ে এসেছেন তারা এক হবেন না, তবু বাস্তবে ভিন্ন চিত্র ধরা পড়েছে নিউইয়র্কে। ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটানোর উদ্দেশ্যে বুবলী যুক্তরাষ্ট্রে গেছেন শাকিবের আহ্বানে।
নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে তাদের একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা গেছে। কালের কণ্ঠের হাতে পাওয়া ছবিতে দেখা যায়, শাকিব-বুবলী ও বীর একসঙ্গে পার্কে সময় কাটাচ্ছেন, হাস্যোজ্জ্বল মুহূর্ত ভাগ করে নিচ্ছেন।
এই ছবি প্রকাশের পর ফের আলোচনা শুরু হয়েছে—তবে কি পুরোনো সম্পর্কেই ফিরছেন তারা? যদিও শাকিব বরাবরই বলে এসেছেন, বুবলী ও অপু বিশ্বাস তার অতীত।
উল্লেখ্য, দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ঘুরেছিলেন শাকিব। তখন বলেছিলেন, ছেলেকে সুন্দর স্মৃতি উপহার দিতে চান। এবার সেই একই ইচ্ছা বাস্তবায়িত হচ্ছে ছোট ছেলে বীরের ক্ষেত্রেও।
চলতি মাসেই শাকিব খানের দেশে ফেরার কথা রয়েছে।
হৃদয় সর্দার