দীর্ঘ ১০ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলির শেষ চলচ্চিত্র ‘ধুমকেতু’। এ উপলক্ষে আজ সোমবার (৪ আগস্ট) সিনেমাটির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে ঘটেছে এক অনন্য মুহূর্ত—যেটি আবার ফিরিয়ে এনেছে এক যুগ আগের ‘চ্যালেঞ্জ’ সিনেমার স্মৃতি।
অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উঠে দেব সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এরপর হঠাৎ শুভশ্রী মজার ছলে দেবকে প্রশ্ন করেন, “আমার সঙ্গে বন্ধুত্ব করবে?”—দেব জানতে চান, কেন? জবাবে শুভশ্রীর ছোট্ট উত্তর, এমনি।
এই সংলাপে দর্শকের মাঝে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। উপস্থাপক রোহান তখন দুজনকেই প্রশ্ন করেন, কে কাকে কখন ফলো করবে?” এর জবাবে শুভশ্রী বলে ওঠেন, “ব্লক করল কে? আমি করিনি। তখন লজ্জায় মুখ লুকান দেব।
পরবর্তীতে শুভশ্রী ও দেব দুজনই মুঠোফোন হাতে নিয়ে একে অপরকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফলো করেন। এরপর শুভশ্রী উঠে দাঁড়িয়ে দেবের সঙ্গে সেলফিও তোলেন। মুহূর্তটি যেন বিগত প্রেমের স্মৃতিকে এক ঝলকে ফিরিয়ে আনল।
প্রেম, বিচ্ছেদ ও দীর্ঘ বিরতির পর ‘ধুমকেতু’ সিনেমার মুক্তি ঘিরে দুই তারকার আবার একফ্রেমে আসা দর্শকদের মনে রোমাঞ্চ ছড়িয়ে দেয়। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।
হৃদয় সর্দার