বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বর্তমানে আলোচিত ও প্রশংসিত কণ্ঠশিল্পীদের একজন পারভেজ খান। মনের গভীরে পৌঁছে যাওয়া সুর আর আবেগময় কণ্ঠে তিনি ইতিমধ্যেই জয় করেছেন অসংখ্য শ্রোতার হৃদয়।
গত রোজার ঈদে গীতিকার সোহাগ অজিউল্লাহ’র লেখা এবং রেমো বিপ্লবের সুর ও সঙ্গীতে প্রকাশিত “আমার বন্ধুরও বন্ধু আছে” গানটি শ্রোতামহলে বিপুল জনপ্রিয়তা পায়। এর আগে তিনি উপহার দিয়েছেন অনেক হৃদয়ছোঁয়া গান— যেমন “কি লাভ হইল”, এক মরারে আবার মারিলা শুধু মানুষ হইলে হইতো না, যদি মন না থাকে মনের মানুষ মনের মতো না ইত্যাদি।
সেই ধারাবাহিকতায় এবার পারভেজ খান নিয়ে আসছেন তার নতুন গান— “আঘাত”। গানের কথা লিখেছেন সোহাগ অজিউল্লাহ, সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেমো বিপ্লব, আর ভিডিও পরিচালনায় আছেন সাব্বির আহমেদ এম এস। গানটি খুব শীঘ্রই প্রকাশিত হবে জি সিরিজের ব্যানারে এবং শোনা যাবে জি সিরিজ মিউজিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
শিল্পী পারভেজ খান আশা করছেন, তার আগের হিট গানগুলোর মতোই “আঘাত”ও শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নেবে।
হৃদয় সর্দার