গণ অধিকার পরিষদ ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বিভক্তি ও বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
পোস্টে রাশেদ খান লেখেন, গণ অধিকার পরিষদ ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করছে। আমাদের বিশ্বাস, যদি এই ঐক্য ভেঙে যায় এবং বিভাজনের সুযোগ তৈরি হয়, তবে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের ক্ষমতায় ফেরার পথ সুগম হবে।
তিনি আরও বলেন, প্রতিটি দলের কর্মসূচি বা চাওয়া-পাওয়ার মধ্যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যদি এক না হই, তবে সবাই বিপদের মুখে পড়ব।
গণ অধিকার পরিষদ সব দল ও মতের সঙ্গে সম্পর্ক গড়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে চায় উল্লেখ করে রাশেদ খান বলেন, এখন আর বিভক্তি বা ভিন্ন পথে হাঁটার সময় নয়। এখন সময় ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতি গঠনের।
এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে দলটি তাদের কার্যালয়ে বহুদলীয় বৈঠক এবং শাহবাগে সংহতি সমাবেশ করেছে বলেও তিনি জানান।
শেষে রাশেদ খান আহ্বান জানান, শহীদের রক্তের শপথ নিয়ে বিভক্তি ও বিভাজন দূর করে আসুন দেশ ও জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাই। একই সঙ্গে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করেন।
