দীর্ঘ ৯ বছর পর প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলী প্রসঙ্গে মুখ খুললেন টলিউড তারকা দেব। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আজ তাক বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দেব জানান, সম্পর্ক ভাঙনের পর থেকে এখন পর্যন্ত দুজনের মধ্যে কোনো কথাবার্তা হয়নি।
দেব বলেন, ‘গত ৯ বছরে আমরা একে অপরের সঙ্গে একটাও কথা বলিনি। কাজ তো দূরের কথা। তবে যদি আমাদের মধ্যে আবার কথা হয়, তাহলে আমি সত্যিই জানি না আমি কী বলবো? কী বলা উচিত আমি জানি না!’
তিনি আরও বলেন, ‘আমরা প্রথমবার একসঙ্গে বসলে ঠিক কী প্রতিক্রিয়া হবে, আমরা নিজেরাই জানি না। কিছু কথা রয়েছে যা বলা বাকি থেকে গেছে? নাকি কোনো কথা নেই যেটা বলা উচিত নয়, সত্যিই আমার কোনো আইডিয়া নেই।’
তবে প্রাক্তন প্রেমিকাকে প্রশংসায় ভাসিয়ে দেব বলেন, ‘ও যেভাবে নিজের পরিবার সামলে নিজের কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। একজন মেয়ের জন্য এটা সহজ নয়। ওর জন্য অনেক শুভকামনা রইল। আরও উন্নতি করুক, শান্তিতে থাকুক — সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
শুভশ্রীর প্রতিক্রিয়া
দেবের মন্তব্য পৌঁছানোর পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী। তিনি বলেন, ‘ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে এমনটা নয়। এত বছর পর ছবিটা মুক্তি পাচ্ছে, এটাই বড় বিষয়। তবে হ্যাঁ, দেবকে ধন্যবাদ আমার পরিশ্রমটা ওর চোখে পড়েছে, আমার প্রশংসা করেছে।’
উল্লেখ্য, এক সময় ওপেন সিক্রেট ছিল দেব-শুভশ্রীর প্রেমের সম্পর্ক। তাদের জুটি দর্শকদের মধ্যেও ছিল জনপ্রিয়। ২০১৫ সালে ‘ধূমকেতু’ ছবির শুটিং চলাকালীন তারা আলাদা হয়ে যান। ছবিটির কাজ শুরু হয়েছিল ২০১৩ সালে এবং শুটিং চলে প্রায় দুই বছর। নানা জটিলতায় আটকে থাকা ‘ধূমকেতু’ অবশেষে মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।
বর্তমানে শুভশ্রী বিবাহিত পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে এবং তাদের সংসারে রয়েছে দুই সন্তান। অন্যদিকে দেব প্রেম করছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে।
হৃদয় সর্দার