দীর্ঘ দশ বছর পর আবার বড় পর্দায় ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। তাদের অভিনীত সিনেমা ‘ধূমকেতু’ ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে।
দর্শকমহলে এই জুটির রসায়ন বরাবরই ছিল আলোচনায়। তবে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা ও পেশাগত দূরত্বের কারণে তারা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেননি।
২০১৫ সালের অক্টোবর মাসে শুরু হয়েছিল ‘ধূমকেতু’ ছবির শুটিং। সেই সময়েই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়, কিন্তু নানা কারণে আটকে যায় মুক্তি।
সম্প্রতি ইনস্টাগ্রামে দেব একটি হাতের ব্যান্ডের ছবি পোস্ট করে লেখেন, “রেডি”। শুভশ্রী সেই একই ছবি শেয়ার করে একই ক্যাপশন দেন, যা ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকের ধারণা, এটা কেবল কাকতাল নয়, বরং সিনেমা প্রচারে তাদের একসঙ্গে ফেরার ইঙ্গিত হতে পারে।
সিনেমার ট্রেলার প্রকাশ হচ্ছে আগামী ৫ আগস্ট। ট্রেলার উন্মোচনের অনুষ্ঠানে এই দুই তারকা একসঙ্গে হাজির থাকবেন কি না, তা নিয়েও ভক্তদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
রোমান্স, বিরহ আর পুনর্মিলনের গল্প নিয়ে নির্মিত ‘ধূমকেতু’ হতে পারে ২০২৫ সালের অন্যতম আলোচিত সিনেমা। দেব-শুভশ্রীর পর্দায় ফের এক হওয়ার সম্ভাবনা ঘিরে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে দুজনই এখনও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
হৃদয় সর্দার