চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৪ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দৈনন্দিন তথ্য বিশ্লেষণে জানা গেছে, চলতি মাসের ৪ জুন প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ২৪ দিনে মোট ১২৪ জন আক্রান্ত হয়েছেন।
মোট আক্রান্তের মধ্যে পুরুষ ৬৩ জন, নারী ৬০ জন এবং শিশু একজন রয়েছেন। এ পর্যন্ত করোনা থেকে মৃতের সংখ্যা ৬ জন, যেখানে তিনজন পুরুষ ও তিনজন নারী।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘণ্টায় নগরের ৬টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ৯১টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই নগরের বাসিন্দা।
অন্যদিকে, মোট আক্রান্তের মধ্যে ১১৩ জন নগরের এবং ১১ জন জেলার বাসিন্দা। প্রতিদিন গড়ে পাঁচ জনের বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে চট্টগ্রামে।