গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) নতুন করে আরও ১৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ৫১৮টি নমুনা পরীক্ষার পর এ ফলাফল পাওয়া যায়। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৬৩ জনে। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন আক্রান্ত ১৯ জনসহ এ বছরের মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন পর্যন্ত ৫১৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসজনিত কারণে কোনো মৃত্যু না হলেও মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬১ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু রেকর্ড করা হয়েছিল।