বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, ৫ আগস্টকেই ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা উচিত।
শুক্রবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ‘৮ নয়, ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।’
এর আগে অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে। দিনটি নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন হিসেবে চিহ্নিত। অন্যদিকে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই প্রেক্ষাপটে দিনটিকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে বর্তমান সরকার।
তবে ৫ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণার পক্ষে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে। এরই অংশ হিসেবে জামায়াত আমির শফিকুর রহমান তার অবস্থান স্পষ্ট করলেন।
এ বিষয়ে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ আরও কয়েকজন রাজনৈতিক নেতাও গতকাল আপত্তি জানান। তাঁদের মতেও, ‘আওয়ামী পতনের দিনটিই নতুন বাংলাদেশ গঠনের মূল সূচনা।