জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিরতির ফাঁকে একটি বিরল দৃশ্যের অবতারণা হয়—হাতে হাত রেখে পরস্পরের প্রতি সৌহার্দ্য ও সহনশীলতার বার্তা দেন তিন রাজনৈতিক নেতা।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম—এই তিন নেতা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তোলেন।
বুধবার (১৮ জুন) দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের বৈঠকে সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের সংশোধন নিয়ে আলোচনা চলছিল। বৈঠকের মধ্যবর্তী বিরতির সময় ঘটে এই মানবিক মুহূর্ত।
ছবিতে দেখা যায়, একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছেন তিনজন। পরে সালাহউদ্দিন আহমদ নাহিদ ইসলামকে কাছে ডেকে নেন এবং স্নেহভরে বুকে জড়িয়ে ধরেন। তিনি বলেন, “কেমন আছেন নাহিদ?”—এই প্রশ্ন করে পরম মমতায় টেনে নেন তাকে।
অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ দৃশ্য রাজনৈতিক বিভক্তির মাঝেও একটি ইতিবাচক বার্তা বহন করে। দেশজুড়ে বিরোধ, মতানৈক্য ও সংঘাতময় পরিবেশে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এমন আন্তরিক মুহূর্ত গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ।