সরকারকে হুঁশিয়ার করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, “আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা নগর ভবন ছাড়ব না। এই অবস্থান কর্মসূচি চলবে, এবং আগামী বৃহস্পতিবার (১৯ জুন) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”
বুধবার (১৮ জুন) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনে চলমান টানা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। কর্মসূচির অংশ হিসেবে এদিন তিনি মশক নিধন কার্যক্রমের উদ্বোধনও করেন।
সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, “আন্দোলনের মাঝেও আমরা নাগরিকদের জরুরি সেবা চালু রেখেছি। কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এই কার্যক্রম বন্ধের ষড়যন্ত্র করছেন।”
তিনি অভিযোগ করেন, “সরকার একতরফাভাবে প্রশাসক বসিয়ে আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট উপেক্ষা করে নগর পরিচালনা করছে। জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে—মিথ্যা আশ্বাস দিয়ে আন্দোলন থেকে সরিয়ে নেওয়া হলেও, দাবি পূরণ হয়নি।”
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ইশরাক বলেন, “গাজীপুরে ২০ কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদি দুদক তদন্ত না করে, তাহলে আমরা ধরে নেব—সরকারই দুর্নীতির পৃষ্ঠপোষক।”
তিনি আরও বলেন, “সরকারের উদ্দেশ্য আন্দোলন দমন নয়, বরং আমাদের সামাজিকভাবে হেয় করা। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা চালিয়ে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। কিন্তু জনগণ জানে কারা সত্যিকারের প্রতিনিধি।”
সংবাদ সম্মেলনে সাবেক সচিব মশিউর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।