আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বা অন্য কোনো দলের নেতৃত্বে কোনো ইসলামী জোট গঠন করা হবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করিম।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনপিবি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মুফতী রেজাউল করিম বলেন, “নির্বাচনে অংশগ্রহণের জন্য ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। অধিকাংশ দল ইতোমধ্যে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। তবে চূড়ান্তভাবে কোনো জোট গঠন করা হবে না।”
তিনি আরও বলেন, “নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর সমর্থন ও সমন্বয় নিশ্চিত করতে আসনভিত্তিক একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। এটি নির্বাচনী প্রস্তুতি ও পদক্ষেপগুলো সমন্বিতভাবে বাস্তবায়নে ভূমিকা রাখবে।”
চরমোনাই পীর জানান, এই পদক্ষেপ মূলত দলগুলোর মধ্যে সমঝোতা ও সংলাপকে জোরদার করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ এড়িয়ে গিয়ে জনগণের স্বার্থে কাজ করা আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, ইসলামপন্থী দলগুলো নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ করার জন্য একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে এবং ভোটারদের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
চরমোনাই পীর মনে করেন, রাজনৈতিক জোট না হলেও পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে ইসলামপন্থী দলগুলো আগামী নির্বাচনে আরও শক্তিশালীভাবে অংশগ্রহণ করবে।
