ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার ,ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)-এর উদ্যোগে আজ শনিবার বিকেল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যাল পুরানা পল্টন কালভার্ট রোড ফায়েনাজ টাওয়ার এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ও জাতীয় দৈনিক একুশের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডক্টর শাহজাহান মজুমদার সভা সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব ও জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মোঃ শামছুল আলম সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ফারুক হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সচিব ও সিনিয়র সাংবাদিক এ এফ এম রাসেল পাটোয়ারী অর্থ সচিব খন্দকার তারিকুল ইসলাম, নূর ই আলম ছিদ্দিকি মুরাদ,মোঃমিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রেসক্লাব থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের ধারাবাহিকতা কামনা করা হয়।
আলোচনা পর্বে বক্তারা জাতীয় রাজনীতি, গণমাধ্যমের দায়িত্ব ও সাংবাদিক সমাজের করণীয় নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভা শেষে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
