রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে তেলের পাম্পের কর্মচারী রিপন সাহা (২৯) গাড়ি চাপা দিয়ে নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন (৫৪) এবং তার গাড়ি চালক মো. কামাল হোসেন সরদার (৪৩)কে আদালত কারাগারে পাঠিয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে তাদের রাজবাড়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে তোলা হয়। বিচারক মো. হাসান গাড়ি চালক কামাল হোসেনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। পরে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনা ঘটে গত ১৬ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে, যখন রিপন সাহা গোয়ালন্দ মোড়ের করিম ফিলিং স্টেশনে অয়েলম্যান হিসেবে কাজ করছিলেন। ওই সময় জেলা যুবদলের সাবেক সভাপতি সুজনের গাড়ি ড্রাইভারসহ দুইজন তেল নিতে স্টেশনে আসেন। ৫ হাজার টাকার তেল নেওয়ার পর টাকা চাইলে গাড়ির মালিক সুজন টাকা দিতে অস্বীকার করেন। টাকা না দেয়ায় গাড়ি নিয়ে ফিলিং স্টেশন ত্যাগ করার চেষ্টা করলে রিপন সাহা গাড়ির সামনে গিয়ে গাড়ি থামানোর চেষ্টা করেন। তখন তিনি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ঘটনার পর সুজন ও তার গাড়ি চালককে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়। নিহতের ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে সদর থানায় হত্যার মামলা দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা মো. সাহাবুদ্দিন খান জানিয়েছেন, গাড়ি চালক কামাল ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছেন এবং আদালত দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
