ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নতুন ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বিকেল ৪টা ৫০ মিনিটে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুটি ও ত্রিশাল ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘ প্রচেষ্টার পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুন লাগার খবরে হাসপাতালের ভেতরে রোগী ও স্বজনদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। আতঙ্কে অনেকেই দ্রুত নিরাপদ স্থানে সরে যান। একই সঙ্গে হাসপাতালের বাইরে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় জমায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, “নতুন ভবনের ষষ্ঠ তলার একটি ছোট স্টোররুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক সেখানে থাকা রোগীদের সরিয়ে মেডিসিন ওয়ার্ডে নেওয়া হয়। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।”
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কয়েকটি ম্যাট্রেস ও বেডশিট পুড়ে গেলেও বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
