টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ। এ বিষয়ে চূড়ান্ত আলোচনা করতে শুক্রবার (১৭ জানুয়ারি) আইসিসির একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসে পৌঁছায়। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হলেও নিজেদের অবস্থান থেকে একচুলও সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইসিসির প্রতিনিধিদল, বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যকে নিয়ে দেড় ঘণ্টাব্যাপী একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিসিবি স্পষ্ট করে জানায়, তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তেই অনড় রয়েছে।
বাংলাদেশের এই অবস্থান আমলে নিয়ে আইসিসি দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।
আজকের খবর / এম.এস.এইচ.
