এশিয়া কাপের সুপার ফোর পর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ব্যাটার সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের দারুণ হাফ-সেঞ্চুরির ওপর ভর করে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা।
শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। দাসুন শানাকার অপরাজিত ৬৪ ও কুশল মেন্ডিসের ৩৪ রানের ইনিংস দলকে চাঙা করে। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কিছুটা চাপে পড়লেও সাইফ হাসানের ৪৫ বলে ৬১ ও তাওহিদ হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে টাইগাররা।
আগামী ২৪ সেপ্টেম্বর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
আজকের খবর/ এম. এস. এইচ.
