বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা ভাই। দীর্ঘ দুই বছরের মেহনত আল্লাহ তায়ালা কবুল করেছেন।”
জামায়াতের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি জামায়াতে যোগ দেন। ধর্মীয় অঙ্গনে পরিচিত এই আলেমের জামায়াতে যোগদানকে ঘিরে দলীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।
