দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নকশার পোস্টাল ব্যালটে আর সব দলের প্রতীক থাকবে না। বরং সংশ্লিষ্ট এলাকার চূড়ান্ত প্রার্থীদের নাম ও প্রতীকই শুধু থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে বৈঠক করে। ওই বৈঠকে দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব প্রতীক বাদ দিয়ে কেবল সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার প্রস্তাব দেওয়া হয়।
বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট ব্যবহৃত হবে। সব মার্কা না রেখে শুধু সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে ভোটাররা বিভ্রান্ত না হন এবং সহজে ভোট দিতে পারেন। এতে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও সহজ হবে।
তবে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের ডিজাইন বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, এসব ব্যালট মুদ্রণের ক্ষেত্রে সরকারি গেজেটের নির্ধারিত ক্রমধারা ও বিধিবিধান অনুসরণ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনগত কারণে কারাগারে থাকা ভোটাররা দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
ইসি সূত্র জানায়, পোস্টাল ব্যালটে ভোট দিতে এখন পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে কর্মস্থলে অবস্থানরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।
আজকের খবর / এম.এস.এইচ.
