ঢাকা থেকে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইট উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটি শুক্রবার সকাল ৮:৩৮ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে। প্রায় ২১ মিনিট পর, প্রায় ২৫০০ ফুটের বেশি উচ্চতায় পৌঁছানোর পর বিমানটির ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি সকাল ৮:৫৯ মিনিটে নিরাপদে অবতরণ করে এবং বেএ ১৪ নম্বর স্থানান্তরিত হয়। বিমানে মোট ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন এবং সবাই নিরাপদে রয়েছেন।
রানওয়ে পরিদর্শনে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির উপস্থিতি পাওয়া না গেলেও বিমানের ইঞ্জিন কাউলিংয়ে রক্তের দাগ ধরা পড়েছে, যা সম্ভবত পাখি সংঘর্ষের ইঙ্গিত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বলেন, “ফ্লাইটটি টেক-অফের পরপরই পাখির আঘাতের (বার্ড হিট) ঘটনা ঘটে, তাই সেটি ফিরে আসে। ফেরত আসা বিমানের ইঞ্জিনে পাখির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”
পরবর্তীতে, বিকাল ১:৪৫ মিনিটে রক্ষণাবেক্ষণ শেষে ওই ফ্লাইটটি পুনরায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে।