ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পরিণতি মোকাবিলা এবং পারস্পরিক অবস্থান সমন্বয়ের জন্য মস্কো সফরে গেছেন।
সোমবার মস্কো পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাকচি জানান, ইরান এবং রাশিয়া সবসময় সহযোগিতার ভিত্তিতে কাজ করে এবং বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান সমন্বয় করে।
তিনি বলেন, বর্তমান অঞ্চলের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আরও সতর্ক, আরও ঘনিষ্ঠ এবং সিরিয়াস অবস্থান গ্রহণ করা প্রয়োজন। আরাকচি যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেন এবং এ হামলার তীব্র নিন্দা জানানোয় রাশিয়ার প্রশংসা করেন।
আরাকচি বলেন, বর্তমান সময়ে আন্তর্জাতিক ব্যবস্থাকে যে ঝুঁকিতে ফেলা হচ্ছে, সেই প্রেক্ষিতে ইরান ও রাশিয়ার মধ্যে আলোচনার গুরুত্ব অত্যন্ত বেশি। তিনি জানান, তার মস্কো সফর মূলত ইসরায়েলের আগ্রাসন ও আঞ্চলিক অন্যান্য হুমকি নিয়ে আলোচনা করতে পরিকল্পিত ছিল। তবে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার কারণে আলোচনার বিষয়বস্তু আরও প্রসারিত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ইরান এবং রাশিয়া সাধারণ উদ্বেগ এবং শত্রুতা ভাগাভাগি করে। দুই দেশই ঘনিষ্ঠ আলোচনা এবং সহযোগিতার মাধ্যমে সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে।
