পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় দুই উপজেলার বিএনপির কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি।
শনিবার সকালে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতি গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয়। এতে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী না দিয়ে গণ-অধিকার পরিষদের প্রার্থী ভিপি নুরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একাংশ কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেনি এবং সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করেছেন। এই কারণে কেন্দ্রীয় কমিটি দুই উপজেলার বিদ্যমান কমিটি বিলুপ্ত করে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে সতর্কতা দিয়েছে।
বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেন, “দলীয় সিদ্ধান্ত অমান্য করলে ঐক্যবদ্ধ আন্দোলন ও নির্বাচনি কৌশলের বিরুদ্ধে অবস্থান নিলে সাংগঠনিক ব্যবস্থা ছাড়া বিকল্প থাকে না। স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে।”
গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “বহিষ্কৃত দলের নেতার কর্মীরা স্বাভাবিকভাবে বহিষ্কৃত হবেন। আমরা হাসান মামুনের সঙ্গে আছি।” জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনও জানিয়েছেন, দুই উপজেলা কমিটি বিলুপ্ত হওয়ার বিষয়ে তারা অবগত এবং সংশ্লিষ্ট কাগজ পেয়েছেন।
আজকের খবর / এম.এস.এইচ.
