রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সাংগঠনিক অফিস সংলগ্ন স্থানে গুলির ঘটনা ঘটেছে। এ সময় অফিসে থাকা ব্যানার, ফেস্টুন ও আহ্বায়কের ছবি ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি বুধবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
তিনি জানান, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত এনসিপির সাংগঠনিক অফিসের সামনে হঠাৎ গুলির শব্দ পাওয়া যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সময় অফিসে থাকা বিভিন্ন পোস্টার, ব্যানার ও দলীয় আলামত ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, গুলির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
