কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করতে নতুন করে ছয়টি স্যাটেলাইট টিম চালু করা হয়েছে। এর ফলে নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোর আওতায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ আরও গতিশীল হলো।
মঙ্গলবার নগরীর নবাববাড়ী এলাকায় অবস্থিত নগর মাতৃসদন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব স্যাটেলাইট টিমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন টিমগুলোর উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুমন কুমার সাহা। এ সময় আরও বক্তব্য রাখেন নগর মাতৃসদনের ক্লিনিক ব্যবস্থাপক ডা. ফারজানা আক্তার, নগর স্বাস্থ্য কেন্দ্র-৩-এর ফিজিশিয়ান ডা. তানজিনা আক্তার, কুমিল্লা সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ রশিরউল্লাহ মজুমদার, ইপিআই বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ জহিরুল ইসলাম এবং সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোহাম্মদ খাইরুল বাশার।
নতুন যুক্ত হওয়া ছয়টি টিমসহ আগে থেকে পরিচালিত ১২টি টিম মিলিয়ে বর্তমানে কুমিল্লা সিটি কর্পোরেশনের মোট স্যাটেলাইট টিমের সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। এসব টিম নগরীর ২৭টি ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবে।
বক্তারা জানান, বর্তমানে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় একটি নগর মাতৃসদন, ছয়টি নগর স্বাস্থ্য কেন্দ্র ও ১৮টি স্যাটেলাইট টিমের মাধ্যমে নগরবাসীকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। এসব টিমের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান কার্যক্রম, সাধারণ রোগের চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
