নরসিংদীর রায়পুরা উপজেলায় এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় গ্রামের একটি কাঠবাগান থেকে নিহতের হাত-পা বাঁধা ও রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত জাহিদুল ইসলাম (৩৫) ছিলেন রায়পুরার চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীকান্দি এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য নুরুল ইসলামের ছেলে এবং চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল।
প্রাথমিক ধারণা, গতকাল রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশটি ওই কাঠবাগানে ফেলে যায়। তবে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা সকাল সাড়ে নয়টার দিকে দাইরেরপাড় সেতুসংলগ্ন কাঠবাগানে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য ঘটনাস্থলে এসে লাশের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে এবং দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।