ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর পঞ্চম দিনের শুনানি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়।
নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ ক্রমিক নম্বর ২৮১ থেকে ৩৮০ পর্যন্ত মোট ১০০টি আপিলের শুনানি গ্রহণ করা হবে। এর মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৮১ থেকে ৩৩০ নম্বর আপিল এবং এক ঘণ্টা মধ্যাহ্ন বিরতির পর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৩১ থেকে ৩৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি পরিচালনা করছে।
ইসি সূত্র জানায়, আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৮১ থেকে ৪৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৪৮১ থেকে ৫১০ নম্বর এবং পেন্ডিং আপিলের শুনানি হবে। ১৭ জানুয়ারি ৫১১ থেকে ৬১০ নম্বর এবং ১৮ জানুয়ারি ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট পেন্ডিং আপিলের শুনানির মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ হবে।
এর আগে মঙ্গলবার চতুর্থ দিনের শুনানিতে ৭০টি আপিলের মধ্যে ৫৩টি মঞ্জুর এবং ১৭টি নামঞ্জুর করা হয়। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রথম চার দিনে মোট ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে প্রথম দিনে ৫১ জন, দ্বিতীয় দিনে ৫৮ জন, তৃতীয় দিনে ৪১ জন এবং চতুর্থ দিনে ৫৩ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পান।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।
ইসি কর্মকর্তারা জানান, শুরুতে প্রতিদিন ৭০টি করে আপিল শুনানি হলেও এখন থেকে শুক্রবার ও শেষ দিন রোববার ছাড়া প্রতিদিন ১০০টি করে আপিল শুনানি অনুষ্ঠিত হবে।
