জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “যেকোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।” অপরদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মনে করেন, রাজনৈতিক দলগুলোর বাধার কারণেই জাতীয় পর্যায়ে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তব রূপ পায়নি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ-এর সমন্বয় সভায় এই মন্তব্য করেন দলীয় নেতারা। সভায় সংগঠনটির নাম পরিবর্তন করে জাতীয় ছাত্র শক্তি রাখা হয়।
আখতার হোসেন বলেন, “আওয়ামী লীগ আমলে ছাত্রলীগ ক্যাম্পাসে ভয় ও দমন-পীড়নের সংস্কৃতি চালু করেছিল। এখন আর যেন কেউ গণরুম বা গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনতে না পারে, সে বিষয়ে ছাত্র সংসদকে সোচ্চার থাকতে হবে।”
জুলাই সনদ ইস্যুতে এনসিপির অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, “পূর্ণ নিশ্চয়তা ছাড়া আমরা স্বাক্ষর করব না। কেউ আবার স্বাক্ষর প্রত্যাহার করতে চায়, কেউ কালি দিয়ে গেঁথে দিতে চায়—এই দুই চরমতার মধ্যে আমরা নীতিগত অবস্থানে অটল।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টায় নেমেছে। যে দল গুম-খুন, দমন-নিপীড়নের রাজনীতি করেছে, তাদের বাংলাদেশে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। কেউ এমন চেষ্টা করলে জীবন দিয়েও প্রতিরোধ করা হবে।”
দলটির দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “জুলাই ঘোষণাপত্রে জাতির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। বরং একটি রাজনৈতিক দলের স্বার্থরক্ষার দিকেই ঝুঁকেছিল পুরো উদ্যোগ।”
এ সময় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানান, শিগগিরই সারাদেশের জেলা ও মহানগরে নতুন আহ্বায়ক কমিটি গঠনের কাজ শুরু হবে। তিনি বলেন, “এনসিপি ‘মাই ম্যান পলিটিক্স’ করবে না; নেতৃত্বে আসবে যোগ্য ও বিশ্বস্ত কর্মীরা।
আজকের খবর/ এম. এস. এইচ.