রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ’ থাকা একটি দলের কর্মসূচির বেশির ভাগই এখন সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, অনেকে নাইট কোচে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট দেন। এতে মনে হয় বড় মিছিল হয়েছে, কিন্তু বাস্তবে এমন কিছু ঘটে না।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিএমপি ও জাইকার যৌথ উদ্যোগে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনারের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার আরও বলেন, একটি নিষিদ্ধঘোষিত দল ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা করছে। আমরা সর্বোচ্চ সতর্ক আছি, যাতে কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঘটতে না পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, এ মাধ্যমের শক্তি অস্বীকার করার সুযোগ নেই, তবে এতে আতঙ্কিত হওয়ারও প্রয়োজন নেই।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে শেখ মো. সাজ্জাত আলী বলেন, গত ১৭ বছরে দেশে কোনো বড় ধরনের অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে বর্তমানে কর্মরত দুই লাখ পুলিশ সদস্যের প্রায় অর্ধেকই এই সময়ে নিয়োগপ্রাপ্ত, যাদের অনেকেই কখনও ভোট দেননি বা নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা নেই।
তিনি জানান, আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারা দেশে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। ডিএমপিতেও এই প্রশিক্ষণ অব্যাহত রয়েছে।
নির্বাচনে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনে পুলিশ প্রস্তুত, যোগ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।