বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা আর নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, এ সংক্রান্ত বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ড. আসিফ নজরুল। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সভায় আরপিও আইন চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।
ড. নজরুল বলেন, আদালত যাদের পলাতক ঘোষণা করবে, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। অনেক সময় বিচার চলাকালেও কেউ পলাতক হন, তারাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।
তিনি আরও জানান, আরপিও আইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-সংক্রান্ত ধারা বিলুপ্ত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা।
এছাড়া, জেলা নির্বাচন অফিসগুলো জেলা নির্বাচন কর্মকর্তার অধীনে থাকবে বলে আইনে নির্ধারিত হয়েছে। প্রার্থীদের অ্যাফিডেভিটের মাধ্যমে দেশি ও বিদেশি উৎস থেকে অর্জিত আয় ও সম্পত্তির সম্পূর্ণ বিবরণ দিতে হবে।
আইন উপদেষ্টা বলেন, “প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন— নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের আয়ের উৎস, সম্পত্তি ও আর্থিক বিবরণ নির্বাচন কমিশনে জমা দিতে হবে। এসব তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যাতে জনগণ জানতে পারে তাদের এলাকার প্রার্থীর সম্পদ ও আয়ের উৎস।”
তিনি আরও জানান, নির্বাচনে জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।