ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ইসরাইলের সঙ্গে যুক্ত করার চেষ্টা করলে তেল আবিব যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘সব ধরনের সমর্থন’ হারাবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন-মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি নিয়ে ১৫ অক্টোবর টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার প্রকাশিত সেই সাক্ষাৎকারে পশ্চিম তীর বা এর কোনো অংশ ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “এটা হবে না। এটা আমি হতে দেব না। কারণ আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি। এখন ইসরাইল এটি সংযুক্ত করতে পারবে না। আমরা আরব দেশগুলোর প্রচুর সমর্থন পেয়েছি, তাই ইসরাইল যদি পশ্চিম তীর দখল করার চেষ্টা করে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সব সমর্থন হারাবে।”
গাজা যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক চাপে থাকলেও, ইসরাইলি পার্লামেন্ট নেসেট বুধবার অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণের দুটি বিলে প্রাথমিক অনুমোদন দেয়। ১২০ আসনের নেসেটে ২৫-২৪ ভোটে বিল দুটি পাস হয়। চার ধাপের ভোটাভুটির এটি ছিল প্রথম ধাপ।
নেসেটের এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরাইলের সার্বভৌমত্ব প্রয়োগের জন্য বিলটি প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে এবং এখন এটি নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আলোচনার জন্য যাবে।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও ইসরাইলকে সতর্ক করেছেন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি দখলের প্রচেষ্টা থেকে বিরত থাকতে। তিনি বলেন, “নেসেটে ভোট হয়েছে ঠিকই, তবে প্রেসিডেন্ট ইতোমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে আমরা এই পদক্ষেপ সমর্থন করি না। বরং এটি শান্তি চুক্তির জন্য একটি বড় হুমকি।
আজকের খবর/ এম. এস. এইচ.