অভিনয়জগতের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে রমনা থানা পুলিশ। ইতোমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি আদালতের নির্দেশে পুনঃতদন্তাধীন থাকায় আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য বিমান ও স্থলবন্দরের সব ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই কোনো আসামি যেন দেশ ছেড়ে যেতে না পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যু ঘটে। সে সময় অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক একে আত্মহত্যা হিসেবে দাবি করলেও সালমান শাহর পরিবার অভিযোগ তোলে, এটি একটি পরিকল্পিত হত্যা।
দীর্ঘদিন ধরে অপমৃত্যু মামলা হিসেবে তদন্ত চললেও পরিবারের আপত্তির পর আদালত গত ২০ অক্টোবর মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন। পরদিন সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত সংস্থা জানিয়েছে, পুনঃতদন্তে নতুন তথ্য ও সাক্ষ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। এ মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। অন্যান্য আসামি হলেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।
আজকের খবর/ এম. এস. এইচ.