বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় মাদক কারবার ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বাড়ি সান্ধার পট্টি এলাকায় হলেও তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উত্তর চেলোপাড়ার নারুলী ও সান্ধার পট্টি এলাকার মধ্যে মাদক ব্যবসা ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে নারুলী এলাকার কয়েকজন যুবক বটতলা মোড়ে সান্ধার পট্টির তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর কিছুক্ষণ পরই গুজব ছড়িয়ে পড়ে যে আহতদের মধ্যে দুজন মারা গেছেন। এতে উত্তেজিত হয়ে সান্ধার পট্টির শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে নারুলী এলাকায় হামলা চালায়। এ সময় অন্তত ৩০টি বাড়িঘর ভাঙচুর করা হয় এবং চারটি বাড়ির প্রায় ২০ ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট, সদর থানা ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, “আগুন লাগার পর আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।”
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।