দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান (ASEAN)–এর আসন্ন সম্মেলনে সরাসরি যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্ভাব্য বৈঠকটি আর হচ্ছে না।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রয়টার্স জানায়, সময়সূচির ব্যস্ততার কারণ দেখিয়ে মোদি সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
মালয়েশিয়ায় না যাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপের পর এক পোস্টে মোদি লিখেছেন,
“আমার প্রিয় বন্ধু আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উষ্ণ আলোচনা হয়েছে। তাকে আসিয়ান চেয়ারম্যান হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছি এবং আসন্ন শীর্ষ সম্মেলনের সাফল্য কামনা করেছি। আসিয়ান–ভারত সম্মেলনে আমি ভার্চুয়ালি অংশ নিতে মুখিয়ে আছি।”
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতে চলমান দীপাবলি উৎসবের কারণে মোদি অনলাইনে সম্মেলনে যোগ দেবেন।
কুয়ালালামপুরে ২৬–২৮ অক্টোবর পর্যন্ত চলবে এই আসিয়ান সম্মেলন। এতে আসিয়ানভুক্ত ১০ দেশ ছাড়াও চীন, জাপান ও যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদাররা উপস্থিত থাকবেন।
সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশ নেওয়ার কথা রয়েছে। তাই আশা করা হচ্ছিল, এই বৈঠকের ফাঁকে মোদি ও ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। তবে মোদির অনুপস্থিতিতে সেটি আর সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছিল, মালয়েশিয়ার এই সম্মেলনের সময়ই দুই দেশের মধ্যে সেই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
কিন্তু মোদির সফর বাতিলের সিদ্ধান্তে বিশ্লেষকদের মতে, “সময়সূচির ব্যস্ততা” শুধু অজুহাত হতে পারে। প্রকৃতপক্ষে, ওয়াশিংটন ও নয়াদিল্লির আলোচনায় এখনও অমিল রয়ে গেছে, এবং ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাৎ এড়াতেই হয়তো এবার আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী।