দায়িত্ব শেষ করে যত দ্রুত সম্ভব বিদায় নিতে পারলেই স্বস্তি পাবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা পরিষদের সদস্যদের বিষয়ে সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্য প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “উপদেষ্টা পরিষদে যাঁরা আছেন, তাঁদের প্রত্যেকের বিষয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সম্মতি ছিল।”
তিনি আরও বলেন, “সম্ভবত রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই সময় সময়ে এসব দল এমন অভিযোগ তোলে। তবে তাঁদের সঙ্গে যখন আলোচনা করি, তাঁরা আমাদের কর্মকাণ্ডে সন্তুষ্ট থাকেন— অন্তত বিএনপি ও জামায়াত তাই মনে হয়।”
আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকে শ্রম আইন (সংশোধন) ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) আইন চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় আইন নীতিগত অনুমোদন পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।