চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সোনা মিয়া (৪৮)-কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ম (২২ অক্টোবর) মঙ্গলবার রাতে রাঙ্গুনিয়ার লালানগর ডিগ্রি কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোনা মিয়া রাঙ্গুনিয়ার লালানগর এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ধারা ৯(১) অনুযায়ী রাঙ্গুনিয়া থানায় মামলা (নম্বর–০১(০২)১৭, জিআর–১৫/১৭) রয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।