বর্ষাকালে চট্টগ্রাম নগরবাসীর জীবনে দুর্ভোগের এক পরিচিত ছবি হয়ে উঠেছে জলাবদ্ধতা। চলতি মৌসুমেও এর ব্যতিক্রম হয়নি। বুধবার সকালের টানা বৃষ্টিতে নগরীর জিইসি মোড়, গরীবউল্লাহ শাহ মোড়সহ আশপাশের এলাকায় সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা।
ফ্লাইওভারের গা বেয়ে পানির স্রোত বেয়ে নেমে আসা দৃশ্য অনেকের চোখে পর্যটন কেন্দ্রের ঝর্ণার সৌন্দর্যের মতো মনে হলেও এর পেছনে রয়েছে নগর পরিকল্পনার চরম ব্যর্থতার গল্প।
সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ে। এতে কর্মস্থলে যাতায়াত, স্কুল-কলেজে পৌঁছানো কিংবা ব্যবসায়িক কার্যক্রমে দেখা দেয় বিপর্যয়। দোকানপাটে পানি ঢুকে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়।
নগরবাসীর অভিযোগ, বছরের পর বছর এই দুর্ভোগ চললেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে নাগরিকদের একটাই প্রশ্ন: “জলাবদ্ধতার স্থায়ী সমাধান কবে?”
প্রতিনিধি: ওমর ফারুক