ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার সকালে পরিবার ও একাধিক সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদি বর্তমানে বিদেশে নেওয়ার জন্য প্রাথমিকভাবে উপযুক্ত অবস্থায় রয়েছেন। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ও ভিসা সংক্রান্ত প্রক্রিয়া চলমান রয়েছে। এ সময় তার সফরসঙ্গী হিসেবে থাকবেন ভাই আবু বকর সিদ্দীক।
সূত্র জানায়, গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন হাদির বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চিকিৎসার প্রয়োজনে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চ সরকারের সঙ্গে যোগাযোগ করলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
