শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে মানবপাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। একই সাথে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে র্যাব আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, “শেরপুর থেকে আটক দুইজন মানব পাচার চক্রের সদস্য, যারা সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ পারাপারের কাজে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদে হামলাকারীর সীমান্ত পারাপারের তথ্য পাওয়া গেলে তা সামনে আসবে।”
নজরুল আরও জানান, হামলাকারীরা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে, সে জন্য তাদের পাসপোর্ট নম্বর সংগ্রহ করে ইমিগ্রেশন বিভাগকে ব্লক করে দেওয়া হয়েছে। বিজিবিকে সতর্ক করা হয়েছে যাতে কোনো সন্ত্রাসী দেশ ছাড়তে না পারে।
এখন পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়নি, তবে পরিবারের লোকজন থানায় আসলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। হামলাকারীরা দেশে আছে এবং দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।
মোটরসাইকেলটি উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তবে গুলির ব্যালিস্টিক পরীক্ষা এখনও হয়নি, কারণ মামলার জন্য আদালতের অনুমতি প্রয়োজন।
