জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে আগামী ১৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।
আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মোহাম্মদ আলী বাংলাদেশের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার ছেলে। দাউদকান্দি মডেল থানায় করা দুই হত্যা মামলায় গত ৬ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি কুমিল্লা জেলা কারাগারে বন্দি রয়েছেন।
চিফ প্রসিকিউটর কার্যালয় সূত্রে জানা গেছে, ৪ ও ৫ আগস্ট ২০২৫ তারিখে দাউদকান্দিতে মো. রিফাত হোসেন ও মো. বাবুকে গুলি করে হত্যা এবং নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মোহাম্মদ আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন ট্রাইব্যুনালে করা হয়েছিল। আবেদন মঞ্জুর করে তাঁকে ১৫ ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।
