চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশিকে জোরপূর্বক ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) ভোরে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) বিভিষন বিওপির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই ১৫ জনকে আটক করে গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সীমান্ত পিলার ২১৯/৭১আর থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি এলাকায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখান থেকেই আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, নয়জন নারী এবং দুইটি শিশু রয়েছে। তাদের মধ্যে তিনজন খুলনা, সাতজন যশোর, দুইজন নড়াইল, একজন সাতক্ষীরা, একজন মানিকগঞ্জ ও একজন ঢাকা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আজকের খবর/ এম.এস. এইচ.
