পলাতক শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের উদ্বেগের কথা জানাতে ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশবিরোধী নানা তৎপরতায় জড়িত রয়েছে। এ ধরনের ফ্যাসিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে ভারত সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়। একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বানও জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে—এমন প্রত্যাশাই ভারতের কাছে তুলে ধরা হয়েছে।
এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারত। এ বিষয়ে প্রয়োজনীয় সর্বাত্মক সহযোগিতা দিতে তার দেশ প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।
আজকের খবর/ এম.এস. এইচ.
