কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউসুফনগর গ্রামে নিখোঁজের একদিন পর মাটিচাপা অবস্থায় মনির মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার মনির মিয়া নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরদিন মঙ্গলবার দুপুরে মনিরের ছোট ভাইয়ের স্ত্রীর বসতঘর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে এলাকাবাসীর সন্দেহ জাগে। তারা বিষয়টি পুলিশকে জানালে, ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ ঘরের মেঝে খুঁড়ে চটের বস্তায় মোড়ানো অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নিহত মনির একজন দিনমজুর ছিলেন এবং প্রায়ই তার ছোট ভাইয়ের বাড়িতে যেতেন। সাম্প্রতিক সময়ে পারিবারিক কলহ দেখা দেয় বলে জানা গেছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের ছোট ভাই ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।”
মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজনরা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।