খাতে খেলাপি ঋণ ও অনিয়মের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইউসিবিএলের চেয়ারম্যান শরীফ জহির – যিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি এবং বর্তমানে পলাতক – তবুও ব্যাংকের শীর্ষপদে রয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি শরীফ জহির, তার ভাই আসিফ জহির এবং মা কামরুন নাহারের ব্যাংক হিসাব জব্দ করেছে। একই সঙ্গে অনন্ত গ্রুপের পরিচালক সৈয়দ ইশতিয়াক আলমের হিসাবও জব্দ করা হয়েছে।
শরীফ জহিরের নাম আছে আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারির তালিকায়। ২০২২ সালে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও বাংলাদেশ ব্যাংক আদালতে তার বিরুদ্ধে একটি তালিকা জমা দেয়। অভিযোগে উল্লেখ আছে অর্থপাচার, রাজস্ব ফাঁকি ও জমি দখলের মতো অনিয়ম।
দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর মাধ্যমে ইউসিবিএলের জুবিলি রোড শাখা থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে। মামলা দায়ের করেছেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শোয়েব ইবনে আলম।
মামলার বিবরণ অনুযায়ী, ‘ক্রিসেন্ট ট্রেডার্স’ নামে অস্তিত্বহীন কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। শাখা কর্মকর্তারা মিথ্যা তথ্য দিয়ে পরিদর্শন প্রতিবেদন তৈরি করে, যা ক্রেডিট কমিটিতে পাঠানো হয়। প্রস্তাবে ১৭টি নেতিবাচক মন্তব্য থাকা সত্ত্বেও ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়, ফলে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ হয়।
এর আগে গত কয়েক মাসে সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে এটি চতুর্থ মামলা। দুদক উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের জড়িত সমন্বিত আর্থিক অনিয়মের বিষয়েও তদন্ত চালিয়ে যাচ্ছে।
আইন-আদালত
পলাতক দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যানের ব্যাংক! ইউসিবিএলে ২৫ কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর কেলেঙ্কারি”
লেখকঃ এস.কে নূরনবী
অনলাইন ডেস্ক
