চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৫ জন বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে। রোববার (ভোরে) সীমান্ত এলাকায় টহলকালে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের বিভীষণ সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার আবদুল মান্নান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক ব্যক্তিরা যশোর, নড়াইল, খুলনা ও মানিকগঞ্জ জেলার বাসিন্দা। আটক ১৫ জনের মধ্যে ২ জন শিশু, ৯ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন।
তিনি আরও জানান, ভোরে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে তাদের আটক করা হয়। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে, তারা সবাই বাংলাদেশি নাগরিক। পরে তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, পুশ-ইনের শিকার ব্যক্তিরা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
