দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এখনো নানামুখী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে বলেন, যারা দেশের জন্ম ও স্বাধীনতাকেই অস্বীকার করে—তাদের ওপর আস্থা রাখার কোনো সুযোগ নেই।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, চক্রান্ত আর ষড়যন্ত্র করে কখনোই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব নয়। এসব অপচেষ্টা উপেক্ষা করে জনগণের ঐক্যের মধ্য দিয়েই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, যারা দেশের জন্ম ও স্বাধীনতাকে অস্বীকার করেছে, দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার সঙ্গে জড়িত—তাদের ক্ষমা করার কোনো কারণ নেই। ফ্যাসিবাদের পতনের পর আবার নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না।
বিএনপি মহাসচিব বলেন, ধানের শীষকে বেছে নিয়ে দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে—এ বিষয়ে তিনি আশাবাদী। এই দেশে জোর করে কিছু চাপিয়ে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
ভয়াবহ প্রতিহিংসার রাজনীতি চলছে উল্লেখ করে তিনি বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি পলাতক অবস্থায় থেকেও হাদি ও এরশাদউল্ল্যাহকে হত্যাচেষ্টার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
এ সময় তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। উদ্বেগের মধ্যেও অনুপ্রাণিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তার আগমন উপলক্ষে নজিরবিহীন সংবর্ধনা আয়োজনের আহ্বান জানান মির্জা ফখরুল।
আজকের খবর/ এম.এস. এইচ.
