ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর অনুসরণ করে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তির নাম আবদুল হান্নান। তিনি ওই মোটরসাইকেলটির মালিক বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের জানান, আবদুল হান্নানের সম্পৃক্ততা তদন্ত করে দেখা হচ্ছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং ঘটনায় জড়িত শুটারকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ডিএমপি কর্মকর্তা জানান, হামলাকারীরা দেশ ছেড়ে পালিয়েছে—এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। হত্যাচেষ্টার পেছনের উদ্দেশ্য তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি নির্বাচন ঘিরে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নগরজুড়ে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এদিকে গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। অবস্থার উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও র্যাব সূত্র জানায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক সন্দেহে আবদুল হান্নানকে প্রথমে র্যাব আটক করে পরে পল্টন থানায় হস্তান্তর করা হয়। শুটার হিসেবে সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে ধরতে র্যাব ও পুলিশের একাধিক ইউনিট যৌথভাবে অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টা ২৪ মিনিটে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে অনুসরণকারী একটি মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়।
